বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

ডাউনলোড করুন দারুন একটি ফ্লাস সফটওয়্যার

প্রথমেই আমার সালাম সবাইকে। কেমন রহিয়াছেন সবাই। অনেক দিন পর্যন্ত দেখিতে পাইতেছি যে কেউ কোন পোস্ট দিচ্ছেনা,কি কারন জানিনা,হয়তো সবাই ব্যস্ত। যাক কথা না বাড়িয়ে কাজের দিকে মনোযোগ দেই। আপনাদের মাঝে আমি আজকে যে পোস্টটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে Flash Banner Maker। এই সফ্‌টওয়্যারটি দিয়ে ফ্লাসের ব্যনার তৈরী ছাড়াও বিভিন্ন ইমেজের মাঝে ইফেক্ট দেয়া যায়। ইহাতে অডিও, ভিডিও ক্লিপস, ব্যগগ্রাউন্ড ইফেক্ট, টেক্সট ইত্যাদি যোগ করা যায়। এছাড়া ও পাবলিশ করার জন্য তিনটি ফরমেট রয়েছে .swf, .gif, .avi। সুতরাং ডাউনলোড করেই দেখুননা ফ্লাস এর কাজ কতোটা মজার।
ডাউনলোড লিংক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন