মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১১

এল 'ইন্টারনেট একপ্লোরার ৯

 
ফায়ারফও গুগল ক্রোমের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে মাইক্রোসফট বাজারে ছেড়েছে ব্রাউজার 'ইন্টারনেট এঙ্প্লোরার ৯'। 'বিউটি অব দ্য ওয়েব' নামের একটি আনুষ্ঠানে হঠাৎই এ ব্রাউজার বাজারে ছাড়ার ঘোষণা দেয় মাইক্রোসফট। ব্রাউজারটি উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমভিত্তিক ভিডিও, গেইমস এবং গ্রাফিকসের উপযোগী করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। পূর্ণাঙ্গ 'ইন্টারনেট এঙ্প্লোরার ৯' বাজারে আসার আগেই ব্রাউজারটির পরীক্ষামূলক সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় চার কোটিবার।
ফলে এটি যে ব্যাপক জনপ্রিয় হবে, তা আগেভাগেই ধারণা করা যাচ্ছে। গ্রাফিকস ও নিরাপত্তার দিক থেকে একে অনেক উন্নতও করা হয়েছে।
খারাপ খবর হচ্ছে, 'ইন্টারনেট এঙ্প্লোরার ৯' শুধু উইন্ডোজ ৭ এবং ভিস্তা অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে।
জয়ন্ত সাহা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন