সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা মোবাইল ফোন এবং ল্যাপটপে চার্জ দেবার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, এই পদ্ধতিটি ব্যবহারের মাধ্যমে একবার চার্জ দিলেই ডিভাইসটি এক মাসেরও বেশি সময় চলবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোবাইল ফোন একবারের চার্জে কয়েকদিন পর্যন্ত চলে। তবে, ইলিনয় ইউনিভার্সিটির গবেষকদের দাবি, তারা মোবাইল ফোন চার্জ দেবার এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা প্রচলিত পদ্ধতির চেয়ে ১০০ গুণ বেশি কার্যকর।
গবেষকরা জানিয়েছেন, বর্তমানে মোবাইল ফোনের মেমোরিতে পাতলা ধাতুর তার ব্যবহার করা হয়। আর এই তারের মধ্যে তথ্য আদান-প্রদান করতে চার্জ খরচ হয়ে যায়। গবেষকরা জানিয়েছেন, মেমোরিতে তাদের বদলে কার্বন ন্যানো টিউব ব্যবহার করেই দীর্ঘদিন চার্জ ধরে রাখা সম্ভব।
উল্লেখ্য, কার্বন ন্যানোটিউব মানুষের চুলের চেয়েও ১০ হাজার ভাগের এক ভাগ পাতলা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোবাইল ফোন একবারের চার্জে কয়েকদিন পর্যন্ত চলে। তবে, ইলিনয় ইউনিভার্সিটির গবেষকদের দাবি, তারা মোবাইল ফোন চার্জ দেবার এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা প্রচলিত পদ্ধতির চেয়ে ১০০ গুণ বেশি কার্যকর।
গবেষকরা জানিয়েছেন, বর্তমানে মোবাইল ফোনের মেমোরিতে পাতলা ধাতুর তার ব্যবহার করা হয়। আর এই তারের মধ্যে তথ্য আদান-প্রদান করতে চার্জ খরচ হয়ে যায়। গবেষকরা জানিয়েছেন, মেমোরিতে তাদের বদলে কার্বন ন্যানো টিউব ব্যবহার করেই দীর্ঘদিন চার্জ ধরে রাখা সম্ভব।
উল্লেখ্য, কার্বন ন্যানোটিউব মানুষের চুলের চেয়েও ১০ হাজার ভাগের এক ভাগ পাতলা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন